Top News

আনিসুল হক–সাদেক খান আবার রিমান্ডে

আনিসুল হক–সাদেক খান আবার রিমান্ডে

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আবারও তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আজ বুধবার পৃথক দুটি মামলায় তাঁদের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করেছিল পুলিশ। এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সকালে তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে মোহাম্মদপুর থানার পৃথক দুটি হত্যা মামলায় আনিসুল হক ও সাদেক খানকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। পরবর্তীতে আদালত আনিসুল হককে তিন দিন এবং সাদেক খানকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে বিভিন্ন মামলায় আনিসুল হকের ৪৯ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্যদিকে সাদেক খানেরও বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post