time
Welcome to Our Website!

Top News

চিকিৎসা নিতে গিয়ে যেভাবে ধর্ষণের শিকার নারী


 ময়মনসিংহের মুক্তাগাছায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আবদুল খালেক (৬৫) নামে এক কবিরাজ। বিয়ের তিন বছরেও সন্তান না হওয়া এক নারীর অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।


রোববার (১৬ মার্চ) ভোর রাতে এ ঘটনা ঘটে। বিষয়টা নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন।


গ্রেপ্তারকৃত আসামি উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের বড় বাজাইল গ্রামের নবিগঞ্জ বাজার এলাকার মৃত নসু খার ছেলে।


.মামলার নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী (৩৬) মুক্তাগাছায় স্বামীকে নিয়ে বসবাস করেন। একই এলাকায় কবিরাজ হিসেবে খ্যাতি রয়েছে আব্দুল খালেকের। তার ঝাড়ফুঁক ও বিভিন্ন ওষুধ খেয়ে সব ধরনের রোগ ভালো হয় বলে প্রচারণা রয়েছে। কারও সন্তান না হলে কবিরাজের শরণাপন্ন হলে সন্তান হয়। এমন বিশ্বাসে ভুক্তভোগী এ নারী আবদুল খালেকের বাড়িতে যাতায়াত করতেন। নিশ্চিত সন্তান হবে এমন আশ্বাসে কবিরাজকে ১৫ হাজার টাকাও দেন তিনি। 


৮ মার্চ ভুক্তভোগী নারী আবারও কবিরাজের বাড়িতে যান। গিয়ে জানতে চান সন্তান হতে আর কতদিন সময় লাগতে পারে। এ সময় ওই নারীকে বুঝিয়ে একটি কক্ষে নেন কবিরাজ। সেখানে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেন।


এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন বলেন, শনিবার সন্ধ্যায় ওই নারী ঘটনার মৌখিক অভিযোগ দেন। পরে লিখিত অভিযোগ নিয়ে রাতেই আসামি আব্দুল খালেককে গ্রেপ্তার করা হয়


ওসি আরও জানান, ওই নারীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি আব্দুল খালেককে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে



Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post