Top News

ভাঙারির দোকান থেকে যেভাবে মর্টারশেল উদ্ধার

 


কি‌শোরগঞ্জ শহরের একরামপুর এলাকায় ভাঙারির দোকান থে‌কে একটি মর্টারশেল উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। পরে টাঙ্গাইল থেকে সেনাবাহিনীর একটি বোম ডিসপোজাল ইউনিট এসে মর্টারশেলটি উদ্ধার করে।  

বুধবার (১৯ মার্চ) দুপুর ৩টার দিকে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের একটি মাঠে নিয়ে যায়। সেখানে সকল কার্যক্রম শেষে ৪টা ১৭ মিনিটে নিষ্ক্রিয় করা হয়। এর আগে, মঙ্গলবার রাত ১২টার দিকে একরামপুর এলাকায় টুটুল এন্টারপ্রাইজ নামে একটি ভাঙারি দোকানে অন্যান্য ভাঙারি জিনিসপত্রের সঙ্গে বোমার মতো একটি মর্টারশেল দেখতে পান দোকান মালিক টুটুল মিয়া।


সঙ্গে সঙ্গে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙারি দোকানটি ঘিরে রাখে। খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। মাঝরাতে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি বালু ভর্তি একটি বালতিতে রাখে।


.টুটুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী টুটুল বলেন, অন্যান্য লোহালক্কড়ের সঙ্গে কেউ আমার দোকানে বিক্রি করছে। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানাই।


কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) টুটুল জানান, নিরাপত্তার জন্য সেনাবাহিনী দোকানটিকে তালাবদ্ধ করে রেখেছিল। টাঙ্গাইল বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়ার পর তারা এসে মর্টারশেলটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে। সারাদিনের ওই ভাঙারি দোকানে লোহালক্কড় বিক্রেতার তালিকা সংগ্রহ করেছে পুলিশ।



Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post