দুই ঘণ্টায় ঢাকা মেডিকেলে ভর্তি ‘ধর্ষণের শিকার’ ৪ শিশু–কিশোরী
রাজধানীর খিলগাঁও ও মুগদা এলাকায় পৃথক ঘটনায় চার শিশু–কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ওই চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানায়, মুগদা এলাকায় ধর্ষণের শিকার হয়েছে তিনজন। তাদের একজনের বয়স ১৩ বছর, একজনের ১২ ও আরেকজনের ১৫ বছর। খিলগাঁওয়ে ধর্ষণের শিকার কিশোরীর বয়স ১৫ বছর। এদের মধ্যে সকাল ১০টার দিকে একজন, বেলা ১১টার দিকে একজন, সাড়ে ১১টার দিকে একজন ও আরেকজনকে ভর্তি করা হয় দুপুর ১২টার দিকে। তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস মাহমুদ জানান, সকাল ১০টার দিকে ১৫ বছরের এক কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে ভর্তি রাখা হয়েছে।00:01
Post a Comment