আলোচিত পাহাড়খেকো কাউন্সিলর জসিম যেভাবে ঢাকায় গ্রপ্তার

 


চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জহুরুল আলম জসিমকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী


বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে রামপুরা থানার বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জহুরুল আলম চসিকের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। এছাড়া তিনি উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। 


চট্টগ্রাম নগর পুলিশের এক কর্মকর্তা সাবেক এই কাউন্সিলরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


সেই কর্মকর্তা বলেন, সাবেক কাউন্সিলর জসিমকে বনশ্রী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চট্টগ্রাম আনা হচ্ছে। চট্টগ্রাম নগরে ‘ভূমিদস্যু’ এবং ‘পাহাড়খেকো’ হিসেবে সাবেক কাউন্সিলর জসিমের কুখ্যাতি রয়েছে। তিনি সরকারি খাস জায়গা, রেলওয়ের জায়গা দখল থেকে শুরু করে পাহাড় কেটে গড়ে তুলেছিলেন নিজের ত্রাসের রাজত্ব। নিজস্ব বাহিনী দিয়ে পাহাড় কেটে বানিয়েছেন আবাসিক প্লট, করেছেন বিভিন্ন স্থানে চাঁদাবাজি নিয়ন্ত্রণ। 


তিনি বলেন, বিতর্কিত এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলি ও অর্থ দিয়ে সহায়তার অভিযোগে একাধিক মামলা হয়েছে

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post