নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের
বাগেরহাটের মোরেলগঞ্জে নিজের পাতা ফাঁদে পড়ে সাহেব আলী হাওলাদার (৬০) নামের এক কৃষক মারা গেছেন। শনিবার (১লা মার্চ) উমাজুরী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী সালমা বেগম জানান, ইরি ধানের ক্ষেতে ইঁদুর ঠেকাতে ক্ষেতের চারপাশে চিকন গুনায় বিদ্যুতের সংযোগ দিয়ে রাখেন সাহেব আলী। শনিবার অসতর্কতাবশত নিজের পাতা ফাঁদে জড়িয়ে মারা যান তিনি। পল্লীবিদ্যুৎ মোরেলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. কামাল হোসেন বলেন, ঘটনাটি তাকে কেউ অবহিত করেনি।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল হাসান বলেন, 'বিদ্যুৎস্পর্শে সাহেব আলী নামের এক কৃষকের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।'
00:01
Post a Comment