মেয়ের বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ বাবা

 


কিশোরগঞ্জের বাজিতপুরে মেয়ের বাড়িতে বেড়াতে এসে ৭ দিন ধরে নিখোঁজ দ্বিজেন্দ্র চন্দ্র দাস (৭৯) নামে এক ব্যক্তি।জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি নরসিংদীর বেলাব উপজেলার ভাবলা গ্রামের দ্বিজেন্দ্র চন্দ্র দাসকে তার মেয়ে সান্তনা দাস কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া স্কুল পাড়ায় নিজের বাড়িতে বেড়াতে নিয়ে যান। ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে কাউকে না বলেই মেয়ের বাড়ি থেকে বের হয়ে যান তিনি। এরপর থেকে আর কোনো খোঁজ মিলছে না দ্বিজেন্দ্র চন্দ্র দাসের।নিখোঁজের পর দুদিন আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল যায়গায় খোঁজাখুঁজি করে, গত ১ মার্চ বাবার খোঁজ মিলতে বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন তার মেয়ে সান্তনা দাস। ঘটনার ৭ দিন অতিবাহিত হলেও এখনো নিখোঁজ রয়েছেন দ্বিজেন্দ্র চন্দ্র দাস।



এ বিষয়ে জানতে চাইলে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ হোসেন বলেন, ‘নিখোঁজ কোনো ব্যক্তির বিষয়ে থানায় সাধারণ ডায়রি করলে আমরা প্রথমে নিখোঁজের সর্বশেষ স্থানে খোঁজ–খবর নেই। পাশাপাশি আশপাশের থানাসহ বাংলাদেশের সকল থানায় নিখোঁজ ব্যক্তির ছবি এবং নাম–ঠিকানা পাঠিয়ে দেই। দ্বিজেন্দ্র চন্দ্র দাস নিখোঁজের সাধারণ ডায়রি করার পর আমরা এসব কার্যক্রম অব্যাহত রেখেছি। নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে তার স্বজনদের জানানো হবে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চলমান রয়েনিখোঁজ দ্বিজেন্দ্র চন্দ্র দাসের মেয়ে সান্তনা দাস এবং ছেলে সোহাগ চন্দ্র দাসের ধারণা, তিনি তার বাড়ি নরসিংদী যাওয়ার জন্য মেয়ের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর থেকে বের হয়েছিলেন। হয়তো বয়সের ভারে দিশা হারিয়ে পথ ভুলে অন্য কোথাও চলে গেছেন। কেউ তার সন্ধান পেলে ০১৭২৯৪২৯০৭৪ (ছেলে, সোহাগ চন্দ্র দাস) ০১৭৭৯২৯২৯১৩ (মেয়ে, সান্তনা দাস) এই দুটি মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post