রিকশাচালককে সমাজসেবা কর্মকর্তার জুতাপেটার ভিডিও ভাইরাল


 

রাজশাহীর পবায় জুতা ও লাঠি দিয়ে এক রিকশাচালককে মারপিট করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটি ১ ফেব্রুয়ারির। তবে সম্প্রতি ভিডিওটি প্রকাশ্যে এসেছে।


রিকশাচালককে সমাজসেবা কর্মকর্তার জুতাপেটার ভিডিও ভাইরাল

আহসান হাবীব অপু, রাজশাহী

প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০৭:১৬ পিএম

রিকশাচালককে সমাজসেবা কর্মকর্তার জুতাপেটার দৃশ্য। ছবি: সংগৃহীত

রিকশাচালককে সমাজসেবা কর্মকর্তার জুতাপেটার দৃশ্য। ছবি: সংগৃহীত

রাজশাহীর পবায় জুতা ও লাঠি দিয়ে এক রিকশাচালককে মারপিট করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটি ১ ফেব্রুয়ারির। তবে সম্প্রতি ভিডিওটি প্রকাশ্যে এসেছে।



ভিডিও ফুটেজে দেখা যায়, একটি রিকশায় চড়ে জাহিদ হাসান বাসার সামনে নামেন এবং ৩০ টাকা ভাড়া দেন। তখন ওই রিকশাচালক তাকে বলেন, ‘বলে উঠবেন’ (ভাড়া ঠিক করে)। এ সময় জাহিদ হাসান বলেন, ‘বলে উঠবোনি, কিন্তু ভাড়া ৩০ টাকার বেশি কেউ চায় না।’ এসময় রিকশাচালক কিছু একটা বলেন। তখন পেছনে ঘুরে এসে জাহিদ হাসান বলেন, ‘...আরেকবার বলতেছো কেন? আরেকবার বল।’ এরপরই তিনি পায়ের জুতা খুলে রিকশাচালকের মাথায় ও গালে মারতে থাকেন।’ হতবিহ্বল রিকশাচালক রিকশার ওপরেজাহিদ হাসান এসময় জুতা পরে নিয়ে পাশেই রাখা তার প্রাইভেটকারের দিকে যান। গাড়ির ব্যাকডালা থেকে লাঠি বের করে রিকশাচালককে মারতে থাকেন। কয়েকটি আঘাত রিকশায় লাগে। এসময় তিনি বলতে থাকেন, ‘আগা, আগা (চলে যা)। তখন রিকশাচালক রিকশা নিয়ে দ্রুত চলে যান। 

ভিডিও সম্পর্কে জানতে পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদ হাসান রাসেলের মোবাইল ফোনে কল করা হলেও তিনি কল কেটে দেন। 



তবে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জাহিদ হাসান নিজের বক্তব্য তুলে ধরে লেখেন, ‘আমি জাজেস কোয়ার্টার ফাল্গুনির তিনতলায় থাকি। রাজশাহীর লক্ষ্মীপুর থেকে বাসায় গেটে এসে ৩০ টাকা ভাড়া দিয়েছি। সে আরও ১০০ টাকা লুঙ্গি কিনতে চায়। আমি তাকে নাই বলে নিষেধ করি। সে বার বার বলে। শেষে ভাড়া দিয়ে নেমে আসার সময় আমাকে ছোট ছোট করে লাট সাহেব বলে গালি দিলে আমি পরবর্তী ঘটনা ঘটায়। যা আমার অত্যন্ত অন্যায় করেছি। পরবর্তীতে আমি রিকশায় বেত দিয়ে আঘাত করি। তারপরও সে ভয় পাই নাbই।’ই বসে থাকেন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post