time
Welcome to Our Website!

Top News

এনজিও কার্যালয়ে নারীকে ধর্ষণের অভিযোগ

এনজিও কার্যালয়ে নারীকে ধর্ষণের অভিযোগ

নরসিংদীর বেলাবতে একটি এনজিওর কার্যালয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রবিবার বেলাব থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় উপজেলার বটেশ্বর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী শাহজাহান মিয়া এবং আশার বারৈচা শাখার অফিস সহকারী দেলোয়ার হোসেন রাজুকে আসামি করা হয়েছে। পুলিশ আসামি দেলোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে। রাজু বেলাব গ্রামের বাসিন্দা।

তবে মামলার প্রধান আসামি শাহজান মিয়ার স্বজনরা জানান, ওই নারীকে বাকিতে ফার্নিচার না দেওয়ায় এবং পাওনা টাকা ফেরত চাওয়ায় শাহজাহান মিয়ার নামে মিথ্যা মামলা করেছেন।

আরো পড়ুন
চেলসিকে হারিয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাল আর্সেনাল

চেলসিকে হারিয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাল আর্সেনাল

 

মামলার বিবরণে উল্লেখ করা হয়, বেলাব উপজেলার ওই নারী নরসিংদীর শিবপুরে ভাড়া বাসায় থেকে একটি গার্মেন্টে চাকরি করেন. মোবাইল ফোনে পরিচয় হয় ফার্নিচার ব্যবসায়ী শাহজাহান মিয়ার সঙ্গে। গত শুক্রবার শাহজাহান মিয়া তাঁকে বারৈচা আশা অফিসে নিয়ে যান। সেখানে তিনি ও তাঁর বন্ধু আশার বারৈচা শাখার অফিস সহকারী দেলোয়ার হোসেন রাজু মিলে তাঁকে ধর্ষণ করেন।

এ ঘটনায় অভিযুক্ত শাহজাহান মিয়ার বাড়িতে গিয়ে তাঁকে না পেয়ে কথা হয় তাঁর ছেলের সঙ্গে।

তিনি জানান, ওই নারী তাঁদের পূর্বপরিচিত। সেই সুবাদে ওই নারী তাঁর বাবার কাছ থেকে আগে কিছু টাকা ধার নিয়ে ফেরত দেননি। নতুন করে গত শুক্রবার ফার্নিচারের দোকানে এসে আবারও দেড় লাখ টাকার ফার্নিচার বাকিতে নিতে চান। তাঁকে বাকিতে ফার্নিচার না দেওয়ার কারণেই বাবার নামে মিথ্যা মামলা করেছেন বলে ধারণা।

বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ‘থানায় মামলা করেছেন ওই নারী।

আমরা তাৎক্ষণিক দেলোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করেছি। মামলার পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post