time
Welcome to Our Website!

Top News

নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা, ৭ ঘণ্টা পর ছেলে গ্রেপ্তার

নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা, ৭ ঘণ্টা পর ছেলে গ্রেপ্তার


টাঙ্গাইলে মধুপুরে মাকে হত্যার ৭ ঘণ্টা পর ছেলে রাজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের মধ্য শালিকা গ্রামে নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা করে ছেলে। ঘটনার পর ছেলে পালিয়ে যায়।

জানা যায়, মাদকাসক্ত রাজিব ওই গ্রামের মানসিক ভারসাম্যহীন খায়রুলের ছেলে। দরিদ্র পরিবারটি রাজিবকে ভালো করার জন্য অনেক চেষ্টা করে। নিরাময়কেন্দ্রে রাজিবকে ভর্তি করানো হয়। ভবঘুরে বাবা সংসার, স্ত্রী ও ছেলে কারো খোঁজ নেন না। মা রাজিয়া অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান।

নিরাময়কেন্দ্র থেকে সম্প্রতি চিকিৎসা নিয়ে রাজিব বাড়িতে আসে। শুক্রবার রাতে নেশার টাকা না পাওয়ায় হঠাৎ মায়ের ওপর চড়াও হয় রাজিব। এক পর্যায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে মা রাজিয়াকে। এ সময় রাজিবের স্ত্রী শোভা খাতুন (২৫) বাধা দিতে গেলে তাকেও কোপায়।
মায়ের মৃত্যু নিশ্চিত হওয়ার পর পাশে আনারস বাগানে নিয়ে পুঁতে রাখার চেষ্টাকালে এলাকাবাসী জানতে পারে এই নৃশংসতার কথা। পরে তারা এগিয়ে এলে রাজিব সেখান থেকে পালিয়ে যায়।

আরো পড়ুন
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে যা বললেন তৌসিফ

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে যা বললেন তৌসিফ

 

এলাকাবাসী জানায়, রাজিবের স্ত্রীকে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর বলেন, হত্যাকাণ্ডের সাত ঘণ্টার মধ্যে পুলিশি অভিযানে মহিষমারার ঘোনাপাড়া থেকে ঘাতক রাজিবকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় শেষে আদালতে পাঠানো হয়েছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post