ওদের বোঝা উচিত, ওদের বেতন হয় ভারতের কারণে
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের মতো সুবিধা কেউই পাচ্ছে না। যেখানে ‘এ’ গ্রুপের বাকি দলগুলোকে পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাত ঘোরাঘুরি করতে হচ্ছে। ‘বি’ গ্রুপের দলকে সেমিফাইনাল খেলতে যেতে হবে অন্য দেশে, সেখানে একটি নির্দিষ্ট ভেন্যুতেই সব ম্যাচ খেলবে ভারত।
এমনকি আয়োজক পাকিস্তান হলেও ভারত ফাইনালে উঠলে ফাইনালের ভেন্যুও বদলে যাবে! এ নিয়ে কথা বলেছিলেন নাসের হুসেইন, মাইকেল আথারটন ও অন্যান্য অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটার। কিন্তু সুনীল গাভাস্কারের এমন কথা ভালো লাগেনি। মনে করিয়ে দিয়েছেন, তাদের সবার বেতন ভারতের কারণেই হচ্ছে! স্কাই স্পোর্টস পডকাস্টে সাবেক দুই ইংলিশ অধিনায়ক ভারতের বাড়তি সুবিধা নিয়ে কথা বলেছিলেন। দক্ষিণ আফ্রিকার বর্তমান ক্রিকেটার রাসি ফন ডার ডুসেনও বলেছেন, অন্য সাত দলকে যেখানে প্রতি ম্যাচে ভিন ভেন্যুতে যেতে হচ্ছে, ভিন্ন হোটেলে থাকতে হচ্ছে, সেখানে ভারতকে এর কিছুই করতে হচ্ছে না।
ইন্ডিয়া টুডের সঙ্গে সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, উইকেট তো ভারতের হাতে নেই এবং ক্রিকেটে ভ্রমণ করাটাই স্বাভাবিক, ‘… এটা আলোচনারও অযোগ্য।’
কিন্তু ঠিকই এ নিয়ে আলোচনা করেছেন গাভাস্কার, এবং আলোচনা করতে গিয়ে রীতিমতো হুমকি দিয়ে বসেছেন, ‘এটা আসলেই আলোচনার কিছু না। ওরা সবসময় ঘ্যান ঘ্যান করে। ওরা কেন যেন বুঝতেই চায় না, আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের অবস্থান কোথায়-,আম। আয়, প্রতিভা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আয় বাড়ানোয়। টিভি স্বত্ব ও মিডিয়া স্বত্বের মাধ্যমে ভারত বিশ্ব ক্রিকেটে যে অর্থ এনে দেয়। যেটা অনেক বড় ভূমিকা রাখে। ওদের বোঝা উচিত, ওদের বেতনও ভারত যে টাকা এনে দেয় সেখান থেকে পাচ্ছে।’
ভারত দল নিয়ে মাথা না ঘামিয়ে ইংল্যান্ড কেন বারবার ব্যর্থ হচ্ছে, আথারটনদের সে আলোচনা করতে বলেছেন গাভাস্কার, ‘আমার ধারণা এরা জ্ঞানী ও অভিজ্ঞ লোক। নিজের দল কেন বাদ পড়ছে, সেটা খুঁজে বের কর না কেন? আমি এটাই জিজ্ঞেস করব। ভারত নিয়ে সারাক্ষণ পড়ে না থেকে, নিজেদেরদিকে কখনো তাকিয়েছ? তোমাদের খেলোয়াড়রা মানসিকভাবে এতটাই বাজে অবস্থায় আছে যে একটা নির্দিষ্ট কাঙ্ক্ষিত ফল পেলেই আর ম্যাচ নিয়ে ভাবে না!’
Post a Comment