চাঁদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার

চাঁদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার

চাঁদপুরের কচুয়ায় ১১ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল মান্নান নামের এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার কাদলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন আজ বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কচুয়া থানা অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, ১১ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে মসজিদের ইমাম আব্দুল মান্নান। পরে পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। বিকেলে পুলিশি পাহারায় আসামিকে চাঁদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জানান, এ বিষয়ে মামলা করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। 

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post