Top News

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১১ বছরের খালাতো ভাই আটক

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১১ বছরের খালাতো ভাই আটক

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন আটি নয়াবাজার কলেজ রোড এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার খালাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত খালাতো ভাইকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ।

ভুক্তভোগী শিশুটি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, ‘গতকাল বিকেলে আমার মেয়ের সঙ্গে ছেলেটা মোবাইল নিয়ে বসে ছিল। পরবর্তীতে আমার মেয়েকে ছাদে নিয়ে গিয়ে এই অত্যাচার করেছে। মেয়ে প্রথমে আমাদের কিছু না জানালেও রাতে তার মাকে সব বলে। পরবর্তীতে মধ্যরাতে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আমরা কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ করেছি। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়ে আমরা ছেলেটিকে আটক করে থানায় এনেছি। অভিযুক্ত ছেলেটিও ১১ বছরের শিশু। যেটুকু জানতে পেরেছি ভিক্টিমের সঙ্গে অভিযুক্তের ধস্তাধস্তি হয়েছিল। এ বিষয়ে আইনি পক্রিয়া চলমান।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post