স্ত্রীর সঙ্গে পরকীয়া, খালুর চোখ তুলে ফেললেন স্বামী


 

যশোরে খালুর দুই চোখ তুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত মো. সাদ্দামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাবেক স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের কারণে ক্ষুব্ধ হয়ে সাদ্দাম এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বকচর করিম তেল পাম্প এলাকায় শহিদুল ইসলামের চোখ তুলে নেওয়ার ঘটনা ঘটে। ওই রাতেই পুলিশ অভিযুক্ত সাদ্দামকে গ্রেপ্তার করে।


শুক্রবার (৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী।


সাদ্দাম যশোর শহরের বকচর বিহারী কলোনি এলাকার শাহ জামালের ছেলে। ঘটনার শিকার শহিদুল ইসলাম (৫৫) বকচর কবরস্থান পাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। বিষয়ে যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী বলেন, বকচর এলাকায় শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির দুই চোখ উপড়ে ফেলার খবর পেয়ে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে। বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে অভিযুক্ত আসামি সাদ্দামকে পুলিশ শহরের পালবাড়ি খয়েরতলা মোড় থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম পুলিশকে , ভিকটিম শহিদুল ইসলাম তার   (সাদ্দাম) আপন খালু। দীর্ঘদিন ধরে সাদ্দামের সন্দেহ হয় তার সঙ্গে স্ত্রী প্রিয়া খাতুনের পরকীয়া সম্পর্ক রয়েছে। দুই মাস আগে প্রিয়া খাতুনের সঙ্গে ছাড়াছাড়িও হয়ে যায়। খালু শহিদুল তাকে মাঝে মাঝে বলেন তার ওপর জীনের ভর রয়েছে। আর সেই জীনের মাধ্যমে ভর করে সে তার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে। 

তিনি বলেন, এ কথাবার্তা শোনার পর সাদ্দাম উত্তেজিত হয়ে পড়ে এবং তার খালু ভিকটিম শহিদুল ইসলাম যে চোখ দিয়ে তার স্ত্রী প্রিয়া খাতুনের দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছে সেই চোখ উঠিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার রাতে শহরের বকচর এলাকার করিম পাম্পের সামনে শহিদুল ইসলামকে দেখতে পেয়ে সাদ্দাম তার কাছে যায় এবং দুজনে কথাবার্তা বলে। একপর্যায়ে সাদ্দাম তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দুই চোখ তুলে নেয়। এ সময় শহিদুল ইসলাম চিৎকার শুরু করলে সাদ্দাম পালিয়ে যান। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছেন কিনা সেটিও খতিয়ে দেখা হবে।

সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post