আলোচিত শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪ জনের নামে মামলা

আলোচিত শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪ জনের নামে মামলা

মাগুরায় ৮ বছরের শিশুকে হত্যা চেষ্টা ও ধর্ষণের অভিযোগে চার জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার সব আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) সদর থানায় মামলাটি করেছেন আলোচিত শিশুটির মা।

মামলায় আসামিরা হলেন- শিশুর বোনের স্বামী সজিব শেখ (১৯), সজিব শেখের ছোট ভাই রাতুল শেখ (১৭), সজিবের মা জাহেদা বেগম (৪০) ও বাবা হিটু শেখকে (৪৭)। মামলার বিষয়টি নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত ও সব ধরনের আইনি প্রক্রিয়া চলমান আছে। মৌখিক অভিযোগের ভিত্তিতে মামলার আসামিদের আগেই গ্রেপ্তার করা হয়েছে। পরে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে তাদের এজাহারভুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার (৫ মার্চ) রাতে শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হয় মেয়েটি।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post