Top News

৪০ বছর আগে গভীর জঙ্গলে নূপুর পায়ে নারীর লাশ পুঁতল কারা?

৪০ বছর আগে গভীর জঙ্গলে নূপুর পায়ে নারীর লাশ পুঁতল কারা?

মাত্র ৯ কোটি রুপি বাজেটে তৈরি এই সিনেমা এখনও পর্যন্ত ব্যবসা করেছে ৫০ কোটি রুপিরও বেশি। বক্স অফিসের পাশাপাশি সমালোচকদের মনও জয় করেছে রেখাচিত্রম। বৃষ্টিমুখর এক রাত। ঝরঝর করে ঝরে চলেছে। ছোট্ট বাসার জানালা দিয়ে বাইরে তাকিয়ে ছিল এক ছেলে। হঠাৎ সে দেখল তার বাবাকে। সাথে ছিল আরও ৩ জন। তারা কাঁধে বয়ে নিয়ে যাচ্ছিল চাটাইয়ে মোড়ানো এক লাশ। সেই লাশের পায়ে ছিল সুন্দর এক জোড়া নূপুর! প্রায় ৪০ বছর আগের এই ঘটনাই বিনা মেঘে বজ্রপাতের মতো বেরিয়ে আসে আজকের দুনিয়ায়। আর তাতেই এক জটিল রহস্য যেন মাটি ফুঁড়ে উঠে আসে। আর কাঁপিয়ে দেয় সবাইকে। পুলিশ পড়ে ধন্ধে। ওদিকে শুরু হয় একের পর এক খুন! এমন প্রেক্ষাপটেই এগিয়ে যায় ‘রেখাচিত্রম’। ভারতের মালায়লম ফিল্ম ইন্ডাস্ট্রিতে তৈরি এই সিনেমাটি হলে মুক্তি পেয়েছে গত জানুয়ারি মাসে। এরপর থেকেই বক্স অফিসে দাপট দেখিয়ে গেছে। মাত্র ৯ কোটি রুপি বাজেটে তৈরি এই সিনেমা এখনও পর্যন্ত ব্যবসা করেছে ৫০ কোটি রুপিরও বেশি। বক্স অফিসের পাশাপাশি সমালোচকদের মনও জয় করেছে রেখাচিত্রম। সিনেমা হল পার হয়ে সিনেমাটি এখন ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে। সনি লিভ–এ দেখা যাচ্ছে রেখাচিত্রম। গল্প কীভাবে শুরু হয়েছে, তা এতক্ষণে আমাদের জানা হয়ে গেছে। রাতের আঁধারে লাশ সরানোর সেই ঘটনা দিয়ে সিনেমার শুরু। এরপর আবার ৪০ বছর পরের বর্তমানে ফিরে আসা হয়। সেখানে একদিকে দেখা মেলে অনলাইনে জুয়া খেলে বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা বিবেক গোপীনাথের। অন্যদিকে, রাজেন্দ্রান নামের এক বয়স্ক ও অসুস্থ ব্যক্তির গভীর জঙ্গলে ঢুকে রহস্যজনক আচরণ করতে দেখা যায়। একপর্যায়ে ফেসবুক লাইভে এসে রাজেন্দ্রান জানায় ৪০ বছর আগে এক নারীকে জঙ্গলে পুঁতে রাখার ঘটনা। পুঁতে রাখার জায়গাও দেখিয়ে যায় সে। এবং এর পরপরই ফেসবুক লাইভেই আত্মহত্যা করে রাজেন্দ্রান। এই আত্মহত্যার ঘটনার তদন্তের ভার আবার এসে পড়ে সদ্য কাজে ফেরা বিবেকের ওপর। তদন্তের ক্ষেত্রে তার হাতে সম্বল কেবল একটি কঙ্কাল, আর অনেকগুলো প্রশ্ন। সেসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বের হয়ে আসে হৃদয়বিদারক এক কাহিনী।

 
রেখাচিত্রম পরিচালনা করেছেন জোফিন টি. চাকো। এর আগে ২০২১ সালে ‘দ্য প্রিস্ট’ নামের এক সিনেমা বানিয়ে সাড়া ফেলেছিলেন তিনি। এবারের সিনেমাতেও একই অবস্থা। সাধারণ দর্শক থেকে সমালোচক—সবাই রেখাচিত্রম-এর প্রশংসায় পঞ্চমুখ। বিশেষ করে সামাজিক যোগাযোগেরমাধ্যমে ঝড় তুলেছে এ সিনেমা। Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post