ইসরাইলি অস্ত্রাগারে হামাসের হামলা, ভূখন্ডের নিয়ন্ত্রণ এখনো ফিলিস্তিনিদের হাতে
গত সপ্তাহে গাজার দক্ষিণাঞ্চল নিয়ে নেওয়ার দাবি করেছিল ইসরাইল। কিন্তু সেই অঞ্চল থেকেই একেরপর এক হামলা চালাচ্ছে হামাস। তাদের মতে মিথ্যাচার করছে ইসরাইল।
গাজায় নৃশংসতা চালালেও ভূখন্ডের নিয়ন্ত্রণ এখনো ফিলিস্তিনিদের হাতে। ইসরাইলি সেনারা রাফায় তাদের ঘাঁটি শক্ত করার চেষ্টা করছে। এবার সেই ঘাঁটিতে জোর হামলা চালাল হামাস। এই হামলায় বেশ কয়েকজন ইসরাইলি সেনা হতাহতের খবর জানা গেছে। তবে প্রকৃত সংখ্যা জানা যায়নি।
রাফার পূর্বাঞ্চলে আবু আল রুস এলাকায় ইসরাইলি সেনাদের একটি বিশেষ ইউনিটকে লক্ষ্য করে চালানো হয় এই হামলা। ইসরাইলি সেনাদের কাছে গোলাবারুদ পূর্ণ একটি ঘরে বিস্ফোরণ ঘটায় হামাস যোদ্ধারা। ব্যাপক বিস্ফোরণে আগুন ধরে যায় সেখানে। এই ইস্যুতে এখনো কোনো মন্তব্য করেনি ইসরাইল
00:01
Post a Comment