দ্রুত বী-র্যপাতের শত প্রকার, নানা রুপ
১.সেকেন্ড এর মধ্যেই হয়ে যায়
কোনভাবেই নিয়ন্ত্রণ করা যায় না।
Within second
5-30 second এর মধ্যে হয়ে যায়।
২.মিনিট এর মধ্যে ই শেষ
অনেক চেষ্টা সাধনা করে ২-৩ মিনিট সময় হয়।
এর বেশি সম্ভব না।
কিন্তু স্ত্রী আরও সময় চাচ্ছে।
৩.প্রবেশের আগেই শেষ
বর্তমানে এমন রোগির সংখ্যা বাড়ছে।
কোন ভাবেই ভেতরে প্রবেশ করাতে সক্ষম নয়।
অতিরিক্ত উত্তেজনার জন্য এমনটা হয়ে থাকে।
মানসিক শারীরিক তীব্র উত্তেজনা সবসময় ই বিরাজ করে।
ফোরপ্লে অবস্থায় ক্লোজড!!!
৪.অনিয়মিত শর্ট টাইম
মাঝে মধ্যে ঠিক থাকে আবার মাঝে মাঝে সময় নেই বললেই চলে।
৫.সংবেদনশীলতার জন্য সময় নেই।
সবকিছু ঠিক শুধু বিশেষ অঙ্গের
অতিরিক্ত সংবেদনশীলতার জন্য সময় অনেক কম।
৬.টেনশন ভয় হতাশা,স্ত্রীর কাছে গেলেই সময় অনেক কম হয় অন্য সময় নরমাল!আগে ঠিক ছিল এখন দ্রুত বী-র্যপাত হচ্ছে।
ধীরে ধীরে সময় কমে যাচ্ছে
Acquired type
৮.কোন ঔষধ ই কাজ করে না
রেজিস্ট্যান্স তৈরি হয়েছে।
৯.ঔষধ খেলে মোটামুটি কাজ করে কিন্তু ছেড়ে দিলে আগের অবস্থা
১০.জন্ম থেকে এই সমস্যা
সময় বাড়ে না।
১১.অনেকে টাইম হবে ভেবে বিয়েই করে না।
১২.সময় মোটামুটি হয় তবু স্ত্রী সন্তোষ্ঠ হয়না।
১৩.নিজেই জানে না তার আদৌও কোন সমস্যা আছে কিনা??
১৪.বদ অভ্যাসের জন্য আজ এই সমস্যা।
নিজেই দ্বায়ি
১৫.ডায়াবেটিস হৃদরোগ, বদহজম, আইবিএস,ব্যথার জন্য এই দ্রুত বী-র্যপাতের সমস্যা
১৬.কিছু হালুয়া কবিরাজি ওষুধ ইত্যাদির কারনে আরও খারাপ অবস্থা।
Post a Comment