মাতৃগর্ভে শিশুর লিঙ্গ নির্ধারণ
গর্ভের শিশুর লিঙ্গ নির্ধারণে মায়ের কোনো ভূমিকা থাকে না। এটি সম্পূর্ণভাবে বাবার শুক্রাণুর উপর নির্ভর করে। পুরুষের শুক্রাণুতে X এবং Y উভয় ধরনের ক্রোমোজোম থাকে। যদি X ক্রোমোজোমবাহী শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে, তবে শিশুটি মেয়ে (XX) হয়। আর যদি Y ক্রোমোজোমবাহী শুক্রাণু নিষিক্ত করে, তবে শিশুটি ছেলে (XY) হয়।
00:01
Post a Comment