time
Welcome to Our Website!

Top News

ক্বিয়ামতের আলামত নিয়ে পড়ার সময় একটা বিষয় খুব ভয়ংকর লেগেছিলো,

ক্বিয়ামতের আলামত নিয়ে পড়ার সময় একটা বিষয় খুব ভয়ংকর লেগেছিলো, সেটা হচ্ছে, আলামতে সুগরা বা ছোট আলামতের মধ্যে প্রায় সবই আমরা দেখছি, কিন্তু কয়েকটা এখনো দেখিনি, তেমন একটি হলো, 'মানুষের চেহারাকে বানর বা শূকরের চেহারায় পরিণত করা হবে'।



সুনানে তিরমিযির একটা সহীহ হাদীসে এরকম এসেছে, রাসূল ﷺ বলেছেন, এই উম্মাহর মধ্যে 'মাসখ' ঘটবে।


'মাসখ' (مسخ) কী?


এর সংজ্ঞায় আল মানাওয়ি বলেছেন: 'মাসখ হলো, চেহারাকে বিকৃত করে দেয়া, (বানর ও শূকরের চেহারায় পরিবর্তন করা) অথবা অন্তরকে বিকৃত করে দেয়া।'


.


এটি কাদের করা হবে?


”যারা বাদ্যযন্ত্র ও গানবাজনা ব্যবহার করে এবং একে হালাল মনে করে।" না'ঊযুবিল্লাহ!


কি ভয়ংকর আযাব! এই আযাবটি এখনো আসেনি, কিন্তু শেষ যামানার সব আলামত কিন্তু প্রায় চলেই এসেছে, এটিও ঘটবে, সন্দেহ নেই। প্রথমে কাকে দিয়ে শুরু হবে, তাও আমাদের জানা নেই। 


আপনি যদি মিউজিকপ্রেমী হন, এখনো আপনার গীটার, তবলা, কিংবা হেডফোনে রক মিউজিক ছাড়া চলেনা, এখনো আপনি সন্তানদের ভালোবেসে হারমোনিয়াম কিনে দিতে চান, কিংবা ইসলামী গানের মধ্যে সুকৌশলে মিউজিক ঢুকিয়ে হালালাইজ করার চেষ্টা করেন, তাহলে সাবধান! আপনিই হতে পারেন এই আলামতের প্রথম টার্গেট। ভেবে দেখেছেন কখনো??


আসুন, দুটি হাদিস জেনে নিই,


.


রাসূলুল্লাহ ﷺ বলে গেছেন, "আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোক মদ্যপান করবে এবং তার আসল নামের পরিবর্তে নতুন ও ভিন্নতর নাম রেখে দেবে। তাদের মাথার কাছে বাদ্যযন্ত্র বাজানো হবে, গায়িকারা গান গাইবে। আল্লাহ্ তাদেরকে জমিনে ধ্বসিয়ে দেবেন এবং ওদের কতিপয়কে বানর ও শূকরে পরিণত করে দেবেন।" [ইবনে মাজাহ]


রাসূলুল্লাহ ﷺ আরো ইরশাদ করেন, “আমার উম্মতের মধ্য হতে একদল লোক এমন হবে যারা ব্যভিচার, রেশমি বস্ত্র পরিধান, মদ পান এবং বাদ্যযন্ত্র ব্যবহারকে হালাল মনে করবে। 


এবং কিছু লোক এমন হবে যারা একটি পর্বতের নিকটে অবস্থান করবে এবং সন্ধ্যাবেলায় তাদের মেষপালক তাদের নিকট মেষগুলো নিয়ে আসবে এবং তাদের নিকট কিছু চাইবে, কিন্তু তারা বলবে, ‘আগামীকাল ফেরত এসো’। রাতের বেলায় আল্লাহ তায়ালা তাদেরকে ধ্বংস করে দিবেন এবং তাদের ওপর পর্বত ধসিয়ে দিবেন, বাকি লোকদেরকে তিনি বানর ও শূকরে পরিণত করে দিবেন এবং শেষ বিচারের দিন পর্যন্ত তারা এই অবস্থায় থাকবে।" [সহীহ বুখারী]


আল্লাহ আমাদের বাদ্যযন্ত্র সমন্বিত গানবাজনা থেকে দূরে থাকার তাওফীক দিন।


.


[বিঃ দ্রঃ কোন কোন বর্ণনামতে, এ বিকৃতি মন-মানসিকতা ও দৃষ্টিভঙ্গির দিক দিয়েও হতে পারে অর্থাৎ মানুষের দেহেই বানরের আত্মা ও মানসিকতা এবং শূকরের রূহ বিরাজ করবে।]

Post a Comment

Previous Post Next Post