Top News

২৯ মার্চ নতুন চাঁদের জন্ম হলেও তা দেখার সম্ভাবনা নেই, কারণ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

২৯ মার্চ নতুন চাঁদের জন্ম হলেও তা দেখার সম্ভাবনা নেই, কারণ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

আসছে শনিবার (২৯ মার্চ) বা ২৯ রমজান সন্ধ্যায় আরব ও মুসলিম বিশ্বে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ ওইদিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং চাঁদ-সূর্যের সংযোগ ঘটবে সূর্যাস্তের পর। এসব তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। 

জ্যোতির্বিজ্ঞানের এমন পরিস্থিতিতে খালি চোখে, টেলিস্কোপে অথবা অন্য যে কোনো উপায়ে আগামী ২৯ মার্চ শাওয়াল বা ঈদুল ফিতরের চাঁদ দেখা যাওয়ার সম্ভব নেই বলে নিশ্চিত করেছে সংস্থাটি

যেসব দেশ কেবলমাত্র চাঁদ দেখে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে সেসব দেশে এবারের রমজান মাসটি ৩০ দিনের হতে যাচ্ছে। যার অর্থ মধ্যপ্রাচ্য এবং ইসলামিক বিশ্বে ৩১ মার্চ ঈদুল ফিতর হবে। খবর গালফ নিউজের। সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, বিশ্বের বেশিরভাগ দেশ শনিবার, ২৯ মার্চ, ২০২৫-এ শাওয়াল মাসের (ঈদ-উল-ফিতর ১৪৪৬) হিজরি সনের অর্ধচন্দ্র দেখার প্রস্তুতি নেবে। তবে ওইদিন পৃথিবীর পূর্বাঞ্চল থেকে অর্ধচন্দ্র দেখা যাবে না। এছাড়া খালি চোখ, টেলিস্কোপ এবং জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তিসহ সব পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করে আরব ও মুসলিম বিশ্বের কোনো দেশ থেকে চাঁদ দেখা সম্ভব হবে না।

তবে, শুধুমাত্র আমেরিকা মহাদেশের মধ্য ও উত্তর অংশ থেকে একটি টেলিস্কোপ ব্যবহার করে অর্ধচন্দ্র দেখা সম্ভব। কিন্তু টেলিস্কোপ দিয়েও আমেরিকা মহাদেশের পূর্ব অংশ থেকে এই অর্ধচন্দ্র দেখা যাবে না। এছাড়া যুক্তরাষ্ট্রের পশ্চিমে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলো ছাড়া খালি চোখে অর্ধচন্দ্র দেখার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

২৯ মার্চ কিছু আরব ও মুসলিমপ্রধান দেশের শহরে অর্ধচন্দ্রের অবস্থান কেমন থাকবে সে ব্যাপারে ধারণা দিয়েছে সংস্থাটি। তারা বলেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সূর্যাস্তের ছয় মিনিট আগে চাঁদ অস্ত যাবে। ফলে সেখানে কোনোভাবেই চাঁদ দেখা যাবে না

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post