স্বপ্নে এসে রক্ত পান করেন স্ত্রী, শোকজে লিখলেন পুলিশ স্বামী
চাকরিজীবী প্রত্যেক কর্মীরই প্রাথমিক লক্ষ্য থাকে সঠিক সময়ে অফিস পৌঁছানোর। জরুরি পরিষেবার সঙ্গে জড়িত ব্যক্তিদের সেই তাড়াটি আরও বেশি থাকে। দেরি হলেই তাদের জবাবদিহি করতে হয়। এমনই অফিসে দেরিতে পৌঁছানো ও কর্মে অবহেলার কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে এক পুলিশকর্মী জানান, তিনি রাতে স্বপ্নে দেখেন তাঁর স্ত্রী বুকের ওপর বসে রক্ত খাচ্ছেন। যে কারণে তাঁর ঘুম হয় না। সেই কারণে ডিউটিতে আসতে দেরি হয়েছে। এ উত্তর দেখে অবাক হয়েছে কর্তৃপক্ষও। এই চিঠি রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। স্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রদেশটির এক কনস্টেবলকে কাজে দেরিতে আসার কারণ জানতে চাওয়া হয়। ১৭ ফেব্রুয়ারি ওই কারণ দর্শানোর নোটিশটি জারি হয়েছিল। অভিযোগ ছিল আগে জানিয়ে দেওয়ার পরও ওই কনস্টেবল দেরি করেছেন। পাশাপাশি, পোশাক না পরে থাকা, দাড়ি কামানো ছিল না কেন, তা-ও জানাতে বলা হয়েছিল। কনস্টেবল প্রায়শই কাজে আসতে দেরি করেন, সে কথাও উল্লেখ ছিল কারণ দর্শানোর নোটিশে। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে পুলিশকর্মী একথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সেই চিঠি। লাখ লাখ মানুষ তা শেয়ার করেছেন।00:01
Post a Comment