মোটরসাইকেলে সন্তানকে স্কুলে দিতে যাওয়া বাবার প্রাণ
রাজধানী ডেমরায় মোটরসাইকেলে সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় এক বাবা নিহত হয়েছেন। আহত হয়েছে তাঁর স্কুলপড়ুয়া শিশু সন্তানটিও। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওবায়দুর রহমান (২৭) যাত্রাবাড়ীর মাতুয়াইল দক্ষিণপাড়া মুন্সি বাড়ির আব্দুর রব মুন্সীর ছেলে। তাঁর মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে। আহত সন্তানকে হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের বড় ভাই কেফায়েত উল্লাহ বলেন, আমার ছোট ভাই ওবায়দুর রহমান আজ সকালে তাঁর সন্তানকে নিয়ে মোটরসাইকেলে স্কুলের দিকে যাচ্ছিল। ডেমরার মীরপাড়া সিএনজি পাম্পের সামনে ওয়াসিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁদের ধাক্কা দেয়। তিনি বলেন, এতে আমার ভাই ও তাঁর সন্তান আহত হয়। ওরে পথচারীরা আমার ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার ভাই আর বেঁচে নেই। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা তাঁর সন্তানকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আমার ছোট ভাইয়ের স্কুল পড়ুয়া সন্তানের অবস্থাও খুব একটা ভালো না বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।00:01
Post a Comment