Top News

জেল থেকে বাইরে আয়া সামনে যারে পাইবে মাইরালবে

জেল থেকে বাইরে আয়া সামনে যারে পাইবে মাইরালবে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা এলাকার আতঙ্কের নাম জিলানি (১৬)। সন্ত্রাসী কর্মকাণ্ডসহ হত্যাচেষ্টা, ছিনতাইসহ মাদকসহ তার নামে মোট ৮ টি মামলা রয়েছে থানায়। গত এক সপ্তাহ আগে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলাহাজতে পাঠায়। 

সোমবার তার বাবা সিদ্দিক মিয়া কারাগারে দেখতে গিয়ে তাকে নির্দেশ দিয়ে আসেন যে, ‘তরে যারা মিথ্যা মামলায় ফাঁসাইছে, হয়রানি করছে ও ৭০ পিস ইয়াবা বড়ি দিয়া আরেকটা মামলা দিছে তারারে তুই বাইর অইয়া আয়া সামনে যারে পাইবে মাইরালবে। এর পরে হিইর‌্যা জেলে যাইবে। অয় তরে বাইর করবাম না হইলে হেইনোই থাকবে।

আরো পড়ুন
ঈদ উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা

ঈদ উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা

 

জানা যায়, সোমবার আইনজীবী শাহজাহার কবীর সাজুর ময়মনসিংহস্থ জেলা পরিষদ মার্কেটের চেম্বারে যান সিদ্দিক মিয়া। সেখানে বিকেল সাড়ে তিনটার দিকে এমন কথা বলার সময় সিদ্দিকের ওই বক্তব্যের ভিডিও ধারন করা হয়। সন্ধার পর এ প্রতিনিধির কাছে এসে আসে ভিডিওটি। এতে দেখা যায় আইনজীবীর সামনে বসে তিনি ক্ষিপ্ত হয়ে কারাগারে গিয়ে ছেলেকে যে নির্দেশনা দিয়েছেন তা অকপটে বলে যাচ্ছেন।

জানা যায়, জিলানীর বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের রাফিয়ার আলগী গ্রামে। বাবা সিদ্দিক মিয়া স্থানীয় বাজারে চা বিক্রি করেন।

আর মা পরের বাড়িতে কাজ করেন। একমাত্র ছেলে জিলানি স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়াকালে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বিদ্যালয় থেকে বেশ কয়েকবার বের করে দেওয়া হয় তাকে।
Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post