ঢাকায় বিমানবন্দরের কাছে গোপন কারাগার, উঠে এল ভয়াল তথ্য

ঢাকায় বিমানবন্দরের কাছে গোপন কারাগার, উঠে এল ভয়াল তথ্য


ঢাকার ব্যস্ততম জায়গাগুলোর একটিতে-হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায়-সেখানে ছিল একটি ভয়াবহ গোপন কারাগার, যা এতদিন ছিল সাধারণের অজানা। বহু বছর ধরে বহু মানুষ সেখানে বন্দী ছিলেন-কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ ছিল না, কাউকে আদালতে তোলা হয়নি, আর কারও পরিবার জানত না স্বজনরা কোথায় আছেন, আদৌ বেঁচে আছেন কি না।

এই গোপন কারাগারের খোঁজ মেলে মীর আহমাদ বিন কাসেম নামের এক আইনজীবীর স্মৃতির সূত্র ধরে। তিনি ছিলেন যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে এবং তার আইনগত সহকারী। ২০১৬ সালে হঠাৎ করেই তিনি নিখোঁজ হয়ে যান। এরপর দীর্ঘ আট বছর তাকে আটকে রাখা হয় একটি অন্ধকার, জানালাহীন ঘরে, যেখানে দিনের আলো ঢোকে না। তিনি বলেন,‘আমি আসলে তখন জানতাম না সময় কিভাবে যাচ্ছে। বাইরের পৃথিবী আমার কাছে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছিল।’

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post