জাতীয় বার্নে আরও ৫ শিক্ষার্থী ও এক শিক্ষিকার মৃত্যু
জাতীয় বার্নে আরও ৫ শিক্ষার্থী ও এক শিক্ষিকার মৃত্যু
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ ও আহত আরও পাঁচ শিক্ষার্থী ও এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দিনগত মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ঢাকা মেডিকেলে ১ জনসহ এখন পর্যন্ত এই ঘটনায় এই হাসপাতালে মোট ১১ জনের মৃত্যু হয়েছে।
জাতীয় বার্নে মারা যাওয়া শিক্ষার্থীরা হলো এ্যারিকসন (১৩), আয়মান (১৩), নাজিয়া (১৩) শায়ান ইউসুফ (১৪) ও বাপ্পি (৯)। আর শিক্ষিকা হলেন মাসুকা।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, সোমবার দিনগত রাত ২টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় এ্যারিকসনের মৃত্যু হয়। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল। দিনগত রাত ২টা ৩০ মিনিটে আয়ানের মৃত্যু হয়, তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ । নাজিয়া দিনগত রাতে মৃত্যু হয়, তার শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল। শায়ান ইউসুফের শরীরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল। ভোর ৫টার দিকে বাপ্পির মৃত্যু হয়েছে। তার শরীরে ৪০ শতাংশ দগ্ধ ছিল। শিক্ষিকা মাসুকারও মৃত্য হয় রাতে, তার শরীর ৮৫ শতাংশ দগ্ধ ছিল।
এর আগে মাহেরিন চৌধুরীর, মো. আফনান ফাইয়াজ, মো. শামীম ও তানভীর কবির নামের শিক্ষার্থীর মৃত্যু হয়। এই নিয়ে জাতীয় বার্নে মোট ৯ জনের মৃত্যু হলো ও ঢাকা মেডিকেলে মো. জুনায়েদ নামের একজনে মৃত্যু হয়। এই নিয়ে এখানে মৃত্যুর সংখ্যা ১০ জনে দাঁড়ালো।
Post a Comment