অন্তর্বাসের সঙ্গে কি ক্যানসারের কোনো সম্পর্ক রয়েছে?বাড়ির বাইরে বেরোলে অন্তর্বাস পরতেই হয়। কিন্তু সারাদিনের ঘোরাঘুরিতে যখন শরীরে চেপে বসে আন্ডারওয়্যার বা ব্রা তখন শরীরের সেই অংশে টক্সিন আটকে যায় বলে কেউ কেউ মনে করেন। অনেকেই বলেন, আঁটসাঁট ব্রা কিংবা ভুল সাইজের ব্রা পরলে নাকি স্তন ক্যানসার হওয়ার আশঙ্কা বাড়ে। সত্যিই কি এমনটা ঘটতে পারে? চিকিৎসকদের মতে, কোনো ধরনের পোশাকই আমাদের ক্যানসারে আক্রান্ত করতে পারে না। এর সঙ্গে অন্তর্বাসের কোনো সম্পর্ক নেই।
১৯৯৫ তে প্রকাশিত ‘ড্রেসড টু কিল’ বইটিতে লেখা হয়, আন্ডারওয়্যার-ব্রা স্তনের লিম্ফ্যাটিক ফ্লো-কে বাধা দেয়। আর তার ফলেই দেখা দেয় স্তন ক্যানসার। কিন্তু এ ছিল লেখকের নিছক আশঙ্কা। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাননি চিকিৎসকরা। আর সময়ের সঙ্গে সঙ্গে এই ভুল তথ্যটিই মুখে মুখে সত্য বলে রটে যায়।
২০১৪ সালে ওয়াশিংটনের ফ্রেড হাচিনসন ক্যান্সার সেন্টারে এ নিয়ে গবেষণা চালানো হয়। ১৫০০ নারীর ওপর পরীক্ষা করে গবেষকরা এই সিদ্ধান্তে আসেন যে ব্রা পরার সঙ্গে কোনোভাবেই ক্যানসারের সম্পর্ক নেই। ব্রা-এর আকার, ধরন, পরার সময়, কোনো কিছুই এর সঙ্গে সম্পর্কিত নয়।
বরং ব্রা যদি টাইট বা ভুল মাপের হয় সেক্ষেত্রে অন্য সমস্যা দেখা দিতে পারে। ব্রা চাপা হলে স্তনে রক্ত চলাচল সমস্যা তৈরি হয়। ফলে, স্তনে ব্যথা হতে পারে। এছাড়া ভারী স্তন হলে পিঠ ও কোমরে ব্যথা দেখা দিতে পারে। এর বাইরে অন্য কোনো রোগের ঝুঁকি থাকে না। তাই কোনো ভুল ধারণার মধ্যে না গিয়ে স্তন ক্যানসারের প্রকৃত কারণগুলো জেনে রাখা একান্ত প্রয়োজন। চিকিৎসকরা এই রোগের প্রকৃত কারণ জানিয়েছেন।
১. পরিবারে যদি কারও স্তন ক্যানসারের ইতিহাস থাকে তাহলে ঝুঁকি বাড়ে।
২. BRCA1 এবং BRCA2 জিনের মিউটেশন এর জন্য দায়ী হতে পারে।
৩. যে নারীদের অল্প বয়সে পিরিয়ড শুরু হয় বা দেরিতে মেনোপজ হয়, তাদের ক্ষেত্রে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে।
৪. অতিরিক্ত মদ্যপান, স্থূলতা, ব্যায়াম না করা এবং হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে।
কাজেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। গুজবে কান দেবেন না। ব্রা যদি আরামদায়ক হয়, তাহলে তো কথাই নেই। আর যদি টাইট হয় সেক্ষেত্রে অস্বস্তি হতে পারে। তবে সেটি বদলে নিলেই সমস্যা সমাধান। এর জন্য ভয় পাওয়ারও কিছু নেই!
Post a Comment